নিজস্ব প্রতিবেদক : যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার গতকাল নিজ কার্যালয়ে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সভায় জেলার আইনশৃংখলা পরিস্থিতি ভালো রাখাসহ নাগরিকদের নিরাপত্তায় সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ চান তিনি। সাংবাদিকরা জেলা শহরের যানজট নিরসন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের ক্ষমতার দাপটের বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন।
এসময় মাদক ও সন্ত্রাসের সাথে কোন আপস করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার। আর এ কাজে কোনো পুলিশ সদস্য গাফিলতি করলে কিংবা জড়িত থাকলে ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র বেলাল হোসাইন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, টেলিগ্রামের সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, প্রেসক্লাব যশোরের সহসভাপতি ও প্রজন্ম একাত্তর’র সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, প্রেসক্লাব যশোরের সহসভাপতি ও মানবজমিনের জেলা প্রতিনিধি নূর ইসলাম, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক কল্যাণের সম্পাদক (উন্নয়ন) আব্দুল ওয়াহাব মুকুল, স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মিলন, জনকণ্ঠের যশোর অফিসের স্টাফ রিপোর্টার সাজেদ রহমান, লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ, বাসসের জেলা প্রতিনিধি সাজ্জাদ গণি খান রিমন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মনিরুজ্জামান মুনির, ডিবিসির জেলা প্রতিনিধি সাকিরুল কবির রিটন, গাজী টিভির জেলা প্রতিনিধি তৌহিদ মনি, দৈনিক জন্মভূমির জেলা প্রতিনিধি শহিদ জয়, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি তবিবর রহমান প্রমুখ।