সমাজের কথা ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ও জাপানের বিপক্ষে বড় জয়ে অনূর্ধ্ব—১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পথে আগেই এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। ১৩ ডিসেম্বর শ্রীলংকার বিপক্ষে বিশাল জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল গ্রুপ ‘বি’কে থাকা বাংলাদেশের যুবারা। সেখানে বাংলাদেশ লড়বে গ্রুপ ‘এ’র রানার্স আপ ভারতের বিপক্ষে।
আজ দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশি বোলারদের তোপে নির্ধারিত ৫০ ওভারে ১৯৯ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। জবাব দিতে নেমে ৫৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশ শ্রীলংকার দেওয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য উইকেট হারায়। কোনো রান না করেই ফেরেন ওপেনার জিশান আলম। তবে দ্বিতীয় উইকেটে দৃঢ়তা দেখান আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি ও তিনে নামা চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। ৭৪ রানের জুটি গড়ার পর ফেরেন রিজওয়ান (৩২)। তবে আরেক পাশে শিবলি ছিলেন অবিচল।
তৃতীয় উইকেটে আরিফুল ইসলামকে নিয়ে গড়েন ৫৭ রানের জুটি। ১৩২ রানের মাথায় আরিফুল (১৮) ফিরলেও বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে। পাঁচে নামা আহরার আমিনকে নিয়ে সাবলীলভাবেই দলকে জয়ের দিকে নিতে থাকেন শিবলি। তবে জয় থেকে মাত্র ৮ রান দূরে থাকতে ফেরেন আহরার (২৩)। জয়ের বাকি পথটুকু শিহাব জেমসকে নিয়ে নির্বিঘ্নে পাড়ি দেন শিবলি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১১৬ রানে। ১১টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
এর আগে, প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকা শুরুটা মন্দ করেনি। ওপেনিংয়ে ৩৭ রান তোলার পর দ্বিতীয় উইকেট হারায় ৭৪ রানে। তৃতীয় উইকেট আর ১০ রান যোগ করতে ফিরলেও ১১৮ রান পর্যন্ত নিয়ে যায় চতুর্থ উইকেট জুটি। তবে রান তোলার গতি ছিল বেশ ধীর। শেষ পর্যন্ত অলআউট না হলেও ১৯৯ রানের বেশি করতে পারেনি লংকানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার পুলিনদু পেরেরা।
বাংলাদেশের হয়ে বল হাতে ওয়াসি সিদ্দিকি ছিলেন দুর্দান্ত। ১০ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ওয়াসি। এছাড়া মারুফ মৃধা ও অধিনায়ক রাব্বি নেন ২ উইকেট।