সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তিকে সাতক্ষীরায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই গণসংবর্ধনা দেয় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা।
এর আগে ফুটবলার প্রান্তি ঢাকা থেকে সাতক্ষীরার আমতলায় পৌঁছান। সেখানে তাকে বরণ করে নেওয়ার পর একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফুটবলার প্রান্তির গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন। এতে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মীর তাজুল ইসলাম রিপন। উপস্থিত ছিলেন ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাজেক্রীসের কার্যনির্বাহী সদস্য কাজী আক্তার হোসেন প্রমুখ।