ক্রীড়া ডেস্ক : রাওয়ালপিন্ডি পাকিস্তানের পেসারদের আঁতুড়ঘর। সাবেক পাকিস্তান পেসার শোয়েব আকতারের হোম ভেন্যুও রাওয়ালপিন্ডি। সেখানেই কিনা বাংলাদেশের পেসাররা রাজত্ব করলো। বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে স্বাগতিক ব্যাটারদের ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ অবস্থা। বোলাররা যেভাবে দাপট দেখিয়েছেন, ব্যাটার-ফিল্ডারদের পারফরম্যান্সও ছিল অবিশ্বাস্য ভালো। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই এমন সাফল্যের প্রতিক্রিয়া ভাষায় প্রকাশ করতে পারছেন না!
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৪ বছরের পথচলায় সবচেয়ে বড় অর্জন এটি। দুই টেস্টের সিরিজ জিতে ট্রফি নিতে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত আনন্দে অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়েন। সঞ্চালকের প্রশ্নে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘এটা অনেক বড় কিছু। ভাষায় প্রকাশ করার মতো না।’
এরপর কিছুটা থেমে আরও বলেছেন, ‘আমরা এখানে জয়ের উদ্দেশ্যে এসেছিলাম। খুব ভালো লাগছে প্রত্যেকেই তার নিজের কাজগুলো ঠিকমতো করতে পেরেছেন। আমাদের পেসাররা তাদের কাজের নীতিতে দুর্দান্ত ছিলেন আর সেজন্যই আমরা এমন ফলাফল করতে পেরেছি। সবাই নিজের জায়গায় সৎ ছিলেন এবং জিততে চাচ্ছিলেন, আমি আশা করবো এই ইচ্ছাটা সামনেও অব্যাহত থাকবে।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দুই/একদিনের মধ্যে দেশে ফিরবে বাংলাদেশ। তবে ব্যস্ততা কাটছে না। এই সিরিজ শেষ করেই এক সপ্তাহের মধ্যে ভারত যাবে বাংলাদেশ দল। ভারতে দুটি টেস্ট ছাড়াও খেলতে তিনটি টি-টোয়েন্টি। এই মুহূর্তে ভারত সিরিজেই চোখ শান্তর, ‘পরের সিরিজটি (ভারতের মাটিতে) আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে। মুশি ও সাকিবের মতো দুজনের অভিজ্ঞতা আমাদের সঙ্গে আছে। ভারত সিরিজের জন্য তারা খুবই গুরুত্বপূর্ণ। এই কন্ডিশনে যেভাবে বোলিং করে সাকিব ভাই ৫ উইকেট নিলেন সেটা দারুণ। আশা করি, ভারতেও তিনি একই কাজ করে যাবেন।’
শান্ত জানালেন, এমন জয়ের ধারা অব্যাহত রাখতে চান তারা, ‘আশা রাখি, জেতার এই ধারা অব্যাহত থাকবে। আর পার্টি, সেটা ম্যানেজারের দায়িত্ব। আমাদের সফরও করতে হবে। তবে আমরা আনন্দের সঙ্গে এ যাত্রাটি করবো।’