নিজস্ব প্রতিবেদক : যশোরের প্রথম ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির শহরের ঘোপ সেন্ট্রাল রোডের নিজস্ব চত্বরে এ অনুষ্ঠান হয়।
ছোট ছোট ছেলেমেয়েরা মার্চপাস্ট, যেমন খুশি তেমন সাজোসহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে মাতিয়ে তোলে অনুষ্ঠান। দৌড়, অংক দৌড়, চকোলেট দৌড়, বুদ্ধিমত্তার প্রতিযোগিতাসহ হরেক কর্মসূচিতে অংশ নেয় তারা। দুযোর্গপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে তারা এসব কর্মসূচিতে অংশ নেয়। ‘যেমন খুশি তেমন সাজো’তে অংশ নিতে তারা মুক্তিযোদ্ধার মা, গাঁয়ের বধূ, রসওয়ালা, ডেঙ্গুমশা প্রভৃতি সাজে সেজে সবাইকে তাক লাগিয়ে দেয়।
ছোট্ট শিশু মাহানুর ফেরদৌসি জাহিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীত পরিবেশনের ভেতর দিয়ে জাতীয় ও ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন উপাধ্যক্ষ ফেরদৌস আরা ও সিনিয়র শিক্ষক সাইফুর রহমান সাইফ। শপথ বাক্য পাঠ করে শিশু জেরিন জিনাত রওজা। ক্রীড়া প্রতিযোগিতা শেষে ২৫টি ইভেন্টে বিজয়ীদের ভেতর পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের ভেতর সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াহাব মুকুল, শিক্ষক শাহিনুর বেগম, সেলিনা নাহার, রিজওয়ানা নাহিদ, আবিদা সুলতানা, মোরশেদ অনু প্রমুখ উপস্থিত ছিলেন।