
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় একটি ধর্ষণ মামলায় দশ বছর বয়সী এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে পূর্ব শত্রুতার কারণে ফাঁসানো হয় বলে পরিবারের অভিযোগ।
সোমবার মামলা হওয়ার পর গভীর রাতে বাড়ি থেকে ছেলেটিকে গ্রেপ্তার করা হয় বলে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান।
মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।
ওসি রফিকুল জানান, একই বিদ্যালয়ের শিশু শ্রেণির এক ছাত্রীর (৬) বাবা বাদী হয়ে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে ধর্ষণ মামলা করেন ছেলেটির বিরুদ্ধে।
“পরে আদালতের আদেশে মামলা করে ছেলেটিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়।”
মামলায় অভিযোগ করা হয়, গত ১০ অক্টোবর শিশু শ্রেণির এক ছাত্রীকে একই বিদ্যালয়ের ৩য় শ্রেণির এক ছাত্র ধর্ষণ করে রক্তাক্ত করেছে।
গ্রেপ্তার শিশুটির বাবা সাংবাদিকদের বলেন, তাদের সঙ্গে প্রতিবেশী মেয়েটির পরিবারের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে।
তাদেরকে ঘায়েল করার জন্য এ দুই শিশু নিয়ে বাদী নাটক সাজিয়েছেন বলে তার ভাষ্য।