
সমাজের কথা ডেস্ক॥ চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাছের খামারের এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, রোববার রাতে খাসপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত রিপন সরকার (২৭) ওই গ্রামের মোতালেব সরকারের ছেলে।
ওসি তোজাম্মেল বলেন, রিপন একই গ্রামের মোস্তফা মণ্ডলেরর মাছের পুকুর পাহারা দেওয়ার চাকরি করতেন। পাহারা শেষে তিনি ভোরের দিকে বাড়ি ফিরতেন। রোববার রাতে পাহারা শেষে বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সকালে গ্রামের একটি ডোবায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী।
“তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর ধারণা, পূর্বশত্রুতার কারণে তাকে হত্যা করা হতে পারে। পুলিশ ঘটনা তদন্ত করছে।”
ময়নাতদন্ত ও হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি তোজাম্মেল।