
সমাজের কথা ডেস্ক॥ দ্বিতীয় ধাপের ভোটের দুই দিন আগে ইউনিয়ন পরিষদের ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে ঝিনাইদহ জেলার মহেশপুর ও গাজীপুরের কালিগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ওসি আমিরুল ইসলাম বিপ্লব ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ওসি মোস্তাফিজুর রহমানকে ভোটের বিষয়ে প্রভাব বিস্তারের অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সংক্রান্ত নির্দেশনা পুলিশ মহাপরিদর্শক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
সামসুল আলম বলেন, “অবিলম্বে দুই জনকে প্রত্যাহার করে এই দুই থানায় উপযুক্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও চিঠি পাঠানো হয়েছে।” ৩১ মার্চ ৬৪৬ ইউপিতে ভোট হবে।